বই এক শিল্প-এক জগত

বই এমন এক শিল্প, এমন এক জগত, যার কোনো বিকল্প নেই, নেই কোনো প্রযুক্তিগত প্রতিস্থাপন। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু বইয়ের আবেদন আজও চিরন্তন। একটা ভালো বই শুধু কাগজ আর ছাপা অক্ষরের সমষ্টি নয়; এটি একেকজন লেখকের মস্তিষ্কের গভীরতম অভিজ্ঞতা, হৃদয়ের আলো-অন্ধকার, চিন্তার যাত্রাপথ, সবকিছু একসাথে তুলে ধরে আপনার হাতের মুঠোয়।

SKILLS

Umm e Musab

8/5/20251 min read

মাত্র ২০০ বা ৩০০ টাকায় আপনি কোনো একজন চিন্তাবিদের, ঘাত-প্রতিঘাত পেরিয়ে ওঠা জীবনের গল্প, অথবা কোনো বিশেষজ্ঞের গবেষণালব্ধ উপলব্ধি নিজের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন। বই আপনাকে ঘণ্টার পর ঘণ্টা এক ভিন্ন জগতে নিয়ে যায়, প্রশ্ন করতে শেখায়, অনুভব জাগায়, আর উপলব্ধির মাটি তৈরি করে।

চিন্তা করে দেখুন, মাত্র এক কাপ কফির দামেরও কম খরচে আপনি পেতে পারেন এমন এক জ্ঞানের ভাণ্ডার যা একজন লেখক হয়তো ২০ বছরের অভিজ্ঞতা থেকে লিখেছেন। এত অল্প খরচে, এত গভীর ও দীর্ঘস্থায়ী রিটার্ন,এটা কেবল বই-ই দিতে পারে।

বই একমাত্র মাধ্যম, যা আপনাকে চুপচাপ বসিয়ে রেখে আত্মার গভীরে আলো জ্বালাতে পারে, সময়ের গায়ে কান পেতে শুনতে শেখায়,নিজেকে বুঝতে সাহায্য করে।

বইয়ের কোনো রিপ্লেসমেন্ট নেই, আর কখনো হবেও না।

ওদেরকে বই পড়তে দিন.....