বান্ধবী যখন বিচারক

আমাদের মেয়েরা যে সমস্ত জাজমেন্টকে ভয় পায়, সেসব নীরব ভয় যদি ভাষা পেত তবে কেমন হতো?

আমাদের মেয়েরা যে সমস্ত জাজমেন্টকে ভয় পায়, সেসব নীরব ভয় যদি ভাষা পেত তবে এমন হতোঃ

"হ্যাঁ, এসেছে বিদ্যাসাগর হইতে!" ক্লাসে টিচারকে কিছু জিজ্ঞেস করলেই এসব শুনতে হবে। তাই আমি কোচিং এ, ক্লাসে হাত তুলে কোন প্রশ্ন জিজ্ঞাসা করি না। প্রশ্ন করলেই ওরা আমাকে বোকা গাধা মনে করবে।

"দেখো দেখো, আমাদের সংবাদ পাঠিকাকে দেখো!" শুদ্ধ ভাষায় কথা বললেই কি আর করা, শোনা লাগবে।

আমার হাঁটার স্টাইলটা কি স্মার্ট মেয়েদের মত?
আমার হাসিটা কি বেশি জোরে? আমার হাসির শব্দটা কেমন শোনায়?
আমি এত কাল! কেন আমার চেহারাটা মোটেও অ্যাট্রাক্টিভ না!

আমি এত রোগা, একটু মাংস থাকলে ভালো লাগত। কোন জামাকাপড়ই সুন্দর সেট হয় না।

কেন আমার মা মোটেও স্মার্ট না? কেন সুন্দর করে কথা বলতে পারে না? "প্রতিদিন আমার মা আমাকে স্কুল-কোচিংয়ে আনা নেওয়া করে। আমাকে খুব সতর্ক থাকতে হয়, যাতে আমার মা একদম স্কুলের গেট পর্যন্ত না আসে। আমার বান্ধবীরা দেখে ফেললে কি ভাববে?"

ও কি সুন্দর কথা বলে, সবাইকে একেবারে শুয়ায়ে দিতে পারে! আর আমি? পাল্টা যুক্তি দিতেই পারি না। কেউ কিছু বললে আমার সব কথা হারিয়ে যায়! সব ভুল হয়ে যায়!

"চুপচাপ না, ও আসলে অহংকারী হয়ে গেছে! "কথা বললেও দোষ, চুপ থাকলেও দোষ।

"আগে তো শর্টস আর জিন্স পরতিস, এখন আবার বোরকা শুরু করেছিস? আরেহ্, আগে তো আস্তাগফিরুল্লাহ ছিলি, এখন তো একেবারে মাশাল্লাহ হয়ে গেছিস! কিরে বয়ফ্রেন্ড কি হুজুর নাকি?" বোরকা পড়া শুরু করলেও দোষ, আবার ওদের কথা শুনে বোরকা ছেড়ে দিলেও দোষ। সবকিছু নিয়েই দোষ ধরবে।

"হু, দুদিন ইংলিশ পড়ে এসেছে ভাব নিতে!" মনে রাখার জন্য যে ইংলিশ ওয়ার্ড ইউজ করে কথা বলব, বললেই এসব শুনতে হবে।

আমার ড্রেসটা কি আনকমন? আমাদের ক্লাসের অন্য কারো এরকম জামা নাই তো?
স্কুলে বান্ধবীদের সাথে বেশি হেসে ফেললে ওরা কি আমাকে 'ছেলেমানুষি' বলে খোঁচাবে?

আপনার Teen এ পা দেওয়া মেয়ে কিংবা ছোট বোন যদি এ ধরনের Fear of being judged এ ভুগে, তবে অবশ্যই দ্রুততার সাথে অ্যাকশন প্ল্যানে যাওয়া উচিত। কারণ এগুলোই ব্যাপকভাবে হীনমন্যতার রসদ। নিজের প্রতি বিশ্বাস, আস্থা ভালবাসা, সাহস সব হারিয়ে যায়। এমনকি আল্লাহ সুবাহানাহু তায়ালার প্রতি শুকরিয়ার মনোভাবটুকুও নষ্ট হয়ে যায়। সমস্যার শুরুতেই মা দক্ষতার সাথে এগুলো হ্যান্ডেল করলে পরে আর মেন্টরিং এর প্রয়োজন হয় না।

কিন্তু সমস্যা হয় তাদের, যারা ঠোঁট উল্টিয়ে বলতে থাকে "বড় হলে এমনিই ঠিক হয়ে যাবে"।