আমাদের কার জীবনের সমস্যা নেই ?
সমস্যার সমাধান নিয়ে আমাদের মধ্যে যতটা কনসার্ন,যতটা ইন্টারেস্ট তার চেয়ে অনেক বেশি কনসার্ন, ইন্টারেস্ট- সমস্যা সবার সাথে শেয়ার করায়।
8/9/20251 min read


আমাদের কার জীবনের সমস্যা নেই, বলুন? এসব সমস্যার সমাধান নিয়ে আমাদের মধ্যে যতটা কনসার্ন,যতটা ইন্টারেস্ট তার চেয়ে অনেক বেশি কনসার্ন, ইন্টারেস্ট- সমস্যা সবার সাথে শেয়ার করায়।
"বললে হালকা লাগে"- এই উছিলায় অনেক সময় আমরা এমন কারো সাথে সমস্যা শেয়ার করি, যে আমাদেরকে কোন রকমের সান্ত্বনা কিংবা সমাধান দিতে পারবে না।
"এই সমস্যাটা কেন? কোথায় হচ্ছে? নাটের গুরু কে? এতে কে কিভাবে প্রভাবিত হচ্ছে? এমন সমস্যা আগেও হয়েছে কিনা?....." ব্রেইনস্টর্মিং করে এ সমস্ত তথ্য ফাইন্ডআউট করা বাদ দিয়ে, ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালো লাগে- সমস্যা তৈরির প্রক্রিয়া, সমস্যার লক্ষণ, ভবিষ্যতে এসব সমস্যার ভয়াবহ ফলাফল ইত্যাদি নিয়ে।
যাইহোক, সমস্যা কমবেশি আমাদের সবার জীবনেই আসে। কোন সমস্যা আসলে,সময় নষ্ট না করে, কোন্ সমাধানে সময় কম খরচ কম, ক্ষতি কম এবং দীর্ঘমেয়াদী স্থিরতা আসবে, সেসব সমাধানের পথগুলো একটা একটা করে খুঁজে বের করা দরকার।
এক্ষেত্রে শুধু প্ল্যান A না, প্ল্যান B, প্ল্যান C ও ঠিক করে রাখা দরকার। এতে আল্লাহ চাহে তো, ধৈর্য ও মানসিক স্থিরতা আসে।