মেয়েটা আমার এমন হয়ে যাচ্ছে কেন!
সারাদিন বই নিয়ে বসে থাকলে কি হবে,পড়াশোনায় বিন্দুমাত্র মন নেই। সারাবেলা ফোনে ডুবে থাকে, ফোন কেড়ে নিলেই খাওয়া-দাওয়া বন্ধ....


সারাদিন বই নিয়ে বসে থাকলে কি হবে,পড়াশোনায় বিন্দুমাত্র মন নেই। সারাবেলা ফোনে ডুবে থাকে, ফোন কেড়ে নিলেই খাওয়া-দাওয়া বন্ধ।
এই হেসে কুটিকুটি হচ্ছে আবার এই রেগে জিনিসপত্র ভাঙচুর শুরু করছে।
শুধু কি তাই? ভাই - বোনকে দুচোখে দেখতে পারে না। বাবা-মা বিশেষ করে মা তো ভিলেন। কি যে করি!
আবার এমন একটা অবস্থা, মন খুলে যে আরেক জনের সাথে শেয়ার করব সেটারও উপায় নেই। দোষ খোঁজার মানুষের তো অভাব নেই।"কেমন বাবা মা হয়েছ?মেয়েকে কিছুই শিখাতে পারো নি!"--এসব কথা বলার সুযোগ পেলে কেউ তো ছাড়বে না।
আবার এমন একটা অবস্থা, মন খুলে যে আরেকজনের সাথে শেয়ার করব সেটারও উপায় নেই।
দোষ খোঁজার মানুষের তো অভাব নেই। "কেমন বাবা মা হয়েছ? মেয়েকে কিছুই শিখাতে পারনি!" - এসব কথা বলার সুযোগ পেলে কেউ তো ছাড়বে না।
আমি আমার মেয়েকে সারাদিন এত ভালো ভালো জিনিস বলি,শেখায়, ভালো উপদেশ দিই, জীবনেও কোনদিন গোলমেলে বিষয় শিখায়নি। তারপরও ওর আচরণ উল্টাপাল্টা হচ্ছে কেন?
আমি ওকে শিখাচ্ছি এক, বুঝাচ্ছি এক, আর ও করছে আরেক। বিশ্বাস করেন, মেয়েটা আমার ছোটবেলায় এমন ছিল না। ক্লাস সেভেন এইটে উঠার পর থেকে একটু একটু করে কেমন যেন বদলে গেল!